FmD4FRX3FmXvDZXvGZT3FRFgNBP1w326w3z1NBMhNV5=
Your Ads Here

Search This Blog

items

ISS বা international space station কিভাবে দেখবেন মহাকাশে ? | জেনে নিই বিস্তারিত

 




ISS বা international space station কি? এটার কাজ কি ?  আপনি কিভাবে খালি চোখে ISS দেখবেন বিস্তারিত জানুন। 


প্রথমে জেনে নিই ISS কি এবং এটার কাজ কি সেটা 


ISS আসলে একটা বৃহৎ মহাকাশযান।

ISS হলো এমন একটা  জায়গা যেখানে পৃথিবীর বেশ কয়েকজন মহাকাশচারী বাস করে (অস্থায়ীভাবে) ।

এটাকে  Science ল্যাবও বলা যায়।

পৃথিবীর অনেকগুলো দেশ সম্মিলিতভাবে ISS তৈরিতে কাজ করেছে।

এটা অনেকগুলো অংশ নিয়ে তৈরি।

এটা পৃথিবী পৃষ্ঠ থেকে ২২০ মাইল উপরে অবস্থিত।আসলে এটা অনেক কাজেই ব্যবহার করা হয়।

কিন্তু এটা মুলত কি কাজে ব্যবহার করা হয় সেটা সম্পর্কে নাসা যা বলে তা হল, " NASA uses the station to learn about living and working in space " অর্থাৎ এটা নাসার দরকার হয় স্পেস বা মহাকাশ সম্পর্কে জানতে এবং মহাকাশে বসবাস করা বা কাজ করা সম্পর্কে গবেষণা করতে।

স্পেস স্টেশন সারাক্ষনই পৃথিবীকে বিভিন্ন দিক থেকে প্রদক্ষিন করতে থাকে।


এবার চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি ISS দেখবেন। 

ISS দেখার জন্য একটা সফটওয়্যার হচ্ছে ISS LIVE যেটার মাধ্যমে আপনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন কখন আপনার মাথার উপর দিয়ে উড়ে যাবে সেই সময়টা আপনাকে জানিয়ে দিবে। 

এতে সেই সময় আপনি বাইরে থেকে আকাশে তাকালে ISS দেখতে পারবেন ইনশাআল্লাহ। 


বিদ্র: অবশ্যই আপনার লোকেশন চালু রাখতে হবে কারণ আপনার লোকেশন দিয়েই আপনাকে সময়টা জানিয়ে দিবে এই অ্যাপ। 


অ্যাপ ডাউনলোড লিংক :


Screenshots :








Tag:ISS LIVE APP,Iss see,what is iss? 



0/Post a Comment/Comments

Your Ads Here
73745675015091643
Your Ads Here
Your Ads Here