FmD4FRX3FmXvDZXvGZT3FRFgNBP1w326w3z1NBMhNV5=
Your Ads Here

Search This Blog

items

টেলিটক বর্ণমালা সিমের জন্য আবেদন করবেন কিভাবে বিস্তারিত জানুন



সবাই আশা করি ভালো আছেন

আমিও  ভালো আলহামদুলিল্লাহ। 


আমরা ইতোমধ্যে অনেকে জেনেছি টেলিটক সিম দিয়ে কি কি করা যায় এবং কোন কোন কাজে বেশি প্রয়োজন  সেই বিষয়ে। 

তারপরও যারা  জানেন না বা কম জানেন তাদের জন্য বলতেছি 

  • বিভিন্ন চাকরি পরিক্ষার ফি প্রদান 
  • পরিক্ষার ফলাফল সবার আগে পাওয়া যায় টেলিটক সিমে। 
  • সূলভ মুল্যে ইন্টারনেট ব্যবহার সহ বিভিন্ন অফারে ভরপুর টেলিটক। 


শুধু সমস্যা  একটাই যেটা জাতীয় সমস্যা। 

হয়ত অনেকে মনে মনে জেনে ও গেছেন অর্থাৎ নেটওয়ার্ক সমস্যা। 

তবে যেসব এলাকায় 4G রয়েছে সেসব এলাকায় আশা করি কোন  সমস্যার সম্মুখীন হবেন না। 


ত চলুন জেনে নেওয়া যাক কিভাবে টেলিটক বর্ণমালা সিম এর রেজিস্ট্রেশন করবেন সেটা। 

দুইভাবে আবেদন করা যাবে 

  • অনলাইনে আবেদন (website) 
  • অফলাইনে আবেদন (SMS)

প্রথমে দেখাব কিভাবে অনলাইনে আবেদন করবেন। 
অনলাইনে আবেদন করতে কি কি লাগবে ? 
সমাধান :
  • এসএসসি পরীক্ষার রোল
  • এসএসসি পরীক্ষার রেজিষ্ট্রেশন নাম্বার 
  • একটি সচল মোবাইল নাম্বার (Any operator )
  • একটি ইমেইল এড্রেস বা gmail

এবার তথ্য গুলো হাতে নিয়ে চলুন আবেদন করি
প্রথমে নিচের লিংক থেকে ওয়েবসাইটে প্রবেশ করি 


এবার নিচের মত অনেক গুলো খালি ঘর দেখাবে। 




সকল তথ্য আমাদের দিতে হবে। 

প্রথমে আপনার নাম
এরপর বোর্ড সিলেক্ট 
তারপর 
এসএসসি পাসের সাল
তারপর
এরপর এসএসসি রোল
তারপর 
এসএসসি রেজিষ্ট্রেশন  নাম্বার

এরপর 
Customer Care এ Any CC

এরপর একটি যোগাযোগের নাম্বার 
(Any Operator) 
মনে রাখবেন এখানে যে নাম্বার দিবেন এটাতে OTP আসবে সেটা দিয়ে সিম তুলতে হবে। 
এরপর
ইমেইল  এড্রেস 
এরপর 
ক্যাপচা টা দেখে দেখে লিখবেন 
তারপর টিকমার্ক দিয়ে Next এ ক্লিক করবেন।। 

এবার আপনাকে সকল তথ্য দেখাবে এবং এখানে আবারও টিক মার্ক দিয়ে Submit এ ক্লিক করবেন । 
বেশ আপানার দেওয়া নাম্বার এ OTP পেয়ে যাবেন। 


এবার আসুন SMS এর মাধ্যমে কিভাবে আবেদন করতে হবে সেটা জানি। 
প্রথমেই আগের সব তথ্য হাতে নিন।
এবার আপনার টেলিটক  সিম থেকে Message অপশন এ গিয়ে 
লিখুন 

BOR স্পেস Board First 3 Letter স্পেস SSC ROLL স্পেস SSC Passing Year স্পেস SSC Registration Number স্পেস Contact Number 
এবার  পাঠিয়ে  দিন 16222 নাম্বারে 

Example :

BOR CHI 320000 2018 1514****** 017***** 
পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে। 
সাথে সাথে OTP এবং সিম নেওয়ার তারিখ নিয়ে এসএমএস আসবে। 

কোন প্রশ্ন থাকলে কমেন্ট  করে জানাবেন। 

0/Post a Comment/Comments

Your Ads Here
73745675015091643
Your Ads Here
Your Ads Here